নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি-বিজিপি গুলি বিনিময় চলছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময় হচ্ছে। পাইনছড়ি ৫২ নম্বর সীমান্ত পিলার এলাকায় বিকাল তিনটার পর গুলি বিনিময় শুরু হয়। বিজিবি জানিয়েছে, মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী প্রথমে গুলি চালালে বিজিবিও পাল্ট গুলি চালায়। এর আগে বুধবার গুলাগুলি ঘটনায় বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানকে আহত অবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যায়। তিনি মারা গেছেন বলে নাইক্ষংছড়ি থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
আজ মিজানুরকে ফেরৎ দেয়ার বিষয়ে দুই দেশের সীমান্ত রক্ষীদের পতাকা বৈঠক হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠক শেষ হওয়ার পরই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গুলি ও পাল্টা গুলি বর্ষণের ঘটনা ঘটে।