ঢাকাসহ সারাদেশে ইঞ্জিনচালিত রিকশা চলাচলের অনুমোদন দাবি
রাজধানী ঢাকাসহ সারাদেশে ইঞ্জিনচালিত রিকশার অনুমোদন দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশকরেছে রিকশা মালিক ও শ্রমিকরা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এই দাবি জানান। সমাবেশে ঢাকা সিটি রিকশা শ্রমিক লীগের সভাপতি আজহার আলী বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে এখন ইঞ্জিনচালিত রিকশা চলাচল করছে। সরকারিভাবে কোনো অনুমোদন নেই বলে এগুলো ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হচ্ছে। সরকারি অনুমোদন না থাকার কারণে এসব রিকশার মালিক ও চালকদের প্রতিনিয়িত বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। কেউ কেউ এসব রিকশা চলাচলে বাধাও দিচ্ছেন। যানজটে সময় বাঁচাতে এসব রিকশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে ইঞ্জিন চালিত রিকশাকে অনুমোদন দিয়ে এবং রিকশা শ্রমিকদের মাঝে ইঞ্জিনচালিত যান দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সমাবেশ শেষে দুই শতাধিক রিকশা শ্রমিক একটি বিক্ষোভ মিছিল বের করেন।