ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় বৃদ্ধার মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিনা চিকিৎসায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের পাশের করিডোরে ৬-৭ দিন ধরে অসুস্থ অবস্থায় পড়েছিলেন তিনি। কেউ তার খেয়াল রাখেননি।
শনিবার দুপুর আড়াইটার দিকে অ্যাম্বুলেন্স চালক পারভেজ তাকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমানত হোসেন মৃত ঘোষণা করেন।
ডা. আমানত হোসেন জানান, শুনেছি দীর্ঘদিন ধরে জরুরি বিভাগের পাশের করিডোরে তিনি অসুস্থ অবস্থায় পড়েছিলেন। তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের আয়া ফরিদা বেগম জানান, ৬-৭ দিন ধরে ওই বৃদ্ধকে এখানে পড়ে থাকতে দেখেছি। বিভিন্ন সময় তাকে রুটি ও কলা দিয়েছি। কিন্তু তিনি খাননি।
তিনি আরও জানান, হাসপাতালে কর্তব্যরত অনেককে ওই বৃদ্ধকে চিকিৎসা দেওয়ার কথা বলা হলেও তারা কোনো গুরুত্ব দেননি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘এমন কখনও দেখিনি যে হাসপাতালে থেকেও বিনা চিকিৎসায় কেউ মারা যায়।’
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান এ প্রসঙ্গে বলেন, বিষয়টি আমার জানা নেই।