ঝিনাইগাতীতে গরু চুরি
ঝিনাইগাতী (শেরপুর) থেকে. শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রাম থেকে শুক্রবার রাতে ২বাড়ী থেকে ৫টি গরু চুরি হয়েছে। জানা যায়, সংগবদ্ধ গরুচোরেরা বাকাকুড়া গ্রামে সৈয়দ জামানের বাড়ী থেকে ২টি গরু ও সুনেন্দ্র মারাকের বাড়ী থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গরুচোর চক্রের সদস্যরা রাতে ভটভটিযোগে ওইসব গরু চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য, কিছুদিন থেকে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে গরুচুরি ঘটনা আসংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে কৃষকরা রাত জেগে গরুর গোয়ালঘর পাহাড়া দিচ্ছে। পুরো ইউনিয়ন জুড়ে বিরাজ করছে গরুচোর আতংক।