বকশীগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
বকশীগঞ্জ থেকে উমর ফারুক : বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৫ টি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাক্তি উদ্দ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে, বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের কলেজ রোডের পাটহাটী এলাকার বাসিন্দা তরুণ ব্যবসায়ী মোহাম্মদ গোলাম মোস্তফা লিখন ঘূর্ণিঝড় দুর্গতের মাঝে বিস্কুট,কেক ও শুকনো খাবার বিতরণ করে। এসময় তার সঙ্গে সহায়তা করেন, সোহেল আল মুজাহিদ সুমন,শফিকুল ইসলাম,জুবায়ের আল সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য,বকশীগঞ্জ উপজেলায় গত ২৮ মে বুধবার সকালে বগারচর ইউনিয়নের সারমারা বাজার, গোপালপুর , টুক্কাপাড়া,ধারারচর ও নয়া পাড়া গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড় হয়। তিন থেকে চার মিনিট স্থায়ী এ ঘূর্ণিঝড়ে শতাধিক বসতঘর ও দোকান-পাট বিধ্বস্ত সহ ৩ জনের প্রাণহানী এবং শতাধিক ব্যাক্তির আহত হওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে জাতীয় পার্টির উদ্দ্যোগে বগারচর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে শিকার ৫ টি গ্রামের তিন শতাধিক ব্যাক্তির মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শাড়ি ও লুঙ্গি বিতরণ কালে, বকশীগঞ্জ উপজেলা শাখা জাতীয় পার্টির সভাপতি আবিরুজ্জামান আক্কাছ, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ,যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম.আবু সায়েম,প্রচার সম্পাদক হেদায়েত উল্লাহ্, আকরাম হোসেন খোকন,সুরুজ্জামান,আব্দুছ সামাদ প্রমুখ ।