মৌলভীবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত আহত, আটক ১২
মৌলভীবাজারে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত আহত হয়েছেন। এসময় ১২জন ডাকতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সাড়ে ১১টার দিকে শেরপুর এলাকায় হাইওয়ে রোডে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আহত ও গ্রেফতার হওয়া ডাকাতদের তাৎক্ষণিক নামপরিচয় পাওয়া যায়নি। আহত তিন ডাকাতকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিতিত্তে শেরপুর হাইওয়ে রোড এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।
এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা চয় রাউন্ড গুলি ছোড়ে। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদের মৌলভীবাজার সদর হাসপাতারে ভর্তি করা হয়।
পরে সেখান থেকে ৬টি পাইগান, একটি একনালা বন্দুক, তাজা গুলি, দুই রাউন্ড কার্তুজ, রামদা, দা ও গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।