বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন সম্পূর্ণ স্বাধীন: আনিসুল হক
জাতীয় মানবাধিকার কমিশন সম্পূর্ণ স্বাধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন সম্পূর্ণ স্বাধীন। তারা স্বাধীনভাবে কাজ করছে। ভবিষ্যতেও এটা বহাল থাকবে।
সোমবার রাজধানীর গুলশানের ব্র্যাক ইন মিলনায়তনে ‘অস্ট্রেলিয়া-বালাদেশ শেয়াররিং ইন প্রোটেকশন অব হিউম্যান রাউটস’ শীর্ষক এক অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ মাঝে মাঝে স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়। এসব পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। কিন্তু এসব পদক্ষেপ নেওয়ার ফলে মাঝে মধ্যে নৈরাজ্য সৃষ্টি না হয় সে দিকেও লক্ষ্য রাখতে হবে।