বাংলাদেশে ফেরা নিয়ে ক্রুইফের শর্ত

lodewijk

চার মাসের বেতন বকেয়া রয়েছে বাংলাদেশ ফুটবল দলের দুই ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ এবং তার সহকারী রেনে কোস্টারের।গত ৬ এপ্রিল ছুটি কাটাতে দেশে গিয়েছেন ডি ক্রুইফ এবং সহকারী রেনে কোস্টার। ২৭ মে ডি ক্রুইফ ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছিল বাফুফে৷ কিন্তু কবে নাগাদ আসবেন তা সঠিক ভাবে কেউ বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে পাওনা বেতনের দাবিতেই ঢাকায় ফিরতে দেরি করছেন দুজন।

সেপ্টেম্বরে এশিয়ান গেমসের জন্য অনূর্ধ্ব-২৩ দলের প্রাথমিক তালিকা বিওএর কাছে পাঠিয়েছে বাফুফে৷ কিন্তু জাতীয় দলের প্রধান কোচ ক্রুইফই এখন নেই। তবে রেনে কোস্টার এখন নেপালে আছেন। সেখান থেকে তাঁর ঢাকা আসার কথা মঙ্গলবার৷

টাকার নিশ্চয়তা পেলেই ঢাকায় ফিরবেন বলে শর্ত দেখিয়েছেন ক্রুইফ। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম জানান, ঢাকায় এলে ক্রুইফের বেতনের নিশ্চয়তা হলেই তিনি চলে আসবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend