৪ দিনেও উদ্ধার হয়নি শ্রীবরদীতে অপহরণ হওয়া ৬ষ্ঠ শ্রেণির ২ শিক্ষার্থী
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী পৌর শহরের ফতেহপুর মহল্লা থেকে অপহৃত ফতেহপুর ফাজিল মাদরাসার ৬ ষ্ঠ শ্রেণির ২ শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি। অপহৃতারা হলো পূর্ব ছনকান্দা গ্রামের মোঃ বিল্লাল হোসেনের মেয়ে বিলকিছ (১২) ও পার্শ্ববতী বাড়ির সুন্দর আলীর মেয়ে শরিফা (১২)। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার মামদামারী গ্রামের মজিবর রহমানের ছেলে মুসলিম ও জালালের ছেলে আবু সাইদ দীর্ঘদিন যাবত ফতেহপুর ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিলকিছ ও শরিফাকে মাদরাসায় আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৩১ মে শনিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ফতেহপুর গ্রামের পাকা রাস্তার মোড় থেকে মুসলিম ও আবু সাইদসহ কয়েকজন জোর পুর্বক অটোরিক্সায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ নিয়ে বিল্লাল হোসেন বাদী হয়ে সোমবার রাতে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে শ্রীবরদী থানার ভানপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন তরফদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। উদ্ধার তৎপরতা চলছে।