শেরপুরে চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাত : শিক্ষক কারাগারে
শেরপুর প্রতিনিধি: শেরপুরে চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাতের মামলায় আজহার আলী নামে এক আলোচিত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। ৩ জুন মঙ্গলবার শেরপুরের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আনম ইলিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজহার আলী শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের চাকুরীচ্যুত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জানা যায়, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ আজহার আলী ২০১১ সালের ২২ নবেম্বর পিয়ন পদে চাকরী দেওয়ার প্রলোভনে শেরপুর শহরের চকপাঠক মহল্লার মৃত রুস্তম আলীর ছেলে আব্দুর রহমানের কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাকে চাকুরী না দিয়ে নানা টালবাহানা এবং একপর্যায়ে ওই টাকা গ্রহণের কথা অস্বীকার করলে আজহার আলীর বিরুদ্ধে আদালতে আত্মসাতের মামলা ঠুকে দেয় আব্দুর রহমান। ওই মামলায় ৬ মে আজহার আলী হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন লাভ করেন। অর্ন্তবতীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৩ জুন নিু আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, আজহার আলীর বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় তদন্তে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের লাখ লাখ টাকা আত্মসাতের প্রমান পাওয়া গেছে। এজন্যও তার বিরুদ্ধে পৃথক মামলা হতে পারে।