শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী-নুরুল-ইসলাম-নাহিদশিক্ষার মানোন্নয়নসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী ১১ জুন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন ও প্রশ্নপত্র ফাঁসের দায় সরকারকে নেওয়ার আহ্বানের মধ্যে এ বৈঠকের আয়োজন করা হল। তাই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি এ বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য রিপোর্টকে বলেন, বৈঠকে অংশ নিতে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের নামে দাওয়াতপত্র বিতরণের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। ১১ জুন সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে যাদের নামে দাওয়াতপত্র দেওয়া হবে তাদের মধ্যে রয়েছে- অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, মুনতাসির মামুন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, এম এম আকাশ, অধ্যাপক অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, অধ্যাপক মেহবাহ উদ্দিন, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, প্রফেসর ড, হারুন-অর-রশিদ, অধ্যাপক রেহমান সোবহান, খলিকুজ্জামান আহমদ, সেলিনা হোসেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুহাম্মদ ইব্রাহীমসহ আরও অনেকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend