মংলায় বজ্রপাতে সাতজন মাটিকাটা শ্রমিক আহত
বাগেরহাটের মংলায় বজ্রপাতে সাতজন মাটিকাটা শ্রমিক আহত হয়েছে। এ সময় একটি গবাধি পশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। বজ্রপাতে আহতরা হলেন- মোজাহার সরদার (৫০), আল-আমিন সরদার (৩৫), বাকী বিল্লাহ্ (৩৫), তরিকুল (৫০), আবজাল সরদার (৬০), আনোয়ার মল্লিক (৬০), আবু বক্কর সিদ্দিক (৬৫)। তাদের মধ্যে আশঙ্কাজন মোজাহার সরদারকে খুলনার নেয়া হয়েছে। আহত সকলে মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, সোনাইলতলা ইউনিয়নের পুঁটিমারী খালের বীজ্রের কাছে মঙ্গলবার সকালে রাস্তার মাটিকাটার কাজ করতে ছিল ওই সাত শ্রমিক। এ সময় হঠাৎ বৃষ্টি নামলে তারা একটি চিংড়ি ঘেরের ঘৈ ঘরের (যেখানে ঘের পাহারা দেয়ার জন্য লোক থাকে) কাছে আশ্রয় নেয়।
এ সময় হঠাৎ বজ্রপাতে সাত শ্রমিক আহত হয় এবং ওই স্থানের কাছাকাছি দাঁড়িয়ে থাকা একটি গরুর মৃত্যু হয়।
মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার প্রকাশ দাস জানান, সকালে আহত সাত শ্রমিককে হাসপাতালে আনার পর তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।