শেরপুরে সাইবার নিরাপত্তা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ক সেমিনার
শেরপুরে সাইবার নিরাপত্তা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ক দিনব্যাপি এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সাইবার নিরাপত্তা কর্মসুচি তথ্য যোগাযোগ মন্ত্রনালয়ের কর্মসুচি পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ আয়োজিত সেমিনারে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন সভাপত্বি করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হায়দার আলী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হানিফ উদ্দিন। সেমিনারে সরকারী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।