ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

jhinaidohঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তে রিপন হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। সোমবার রাত ২টার দিকে শ্রীনাথপুর সীমান্তের ৬১নং পিলারের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মহেশপুরের শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাট গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকায়। ভারতের ফতেপুর বিএসএফ এর টহলদলের গুলিতে নিহত হয় বাংলাদেশি যুবক রিপন। স্থানীয়রা জানায়, সীমান্তের জিরো পয়েন্টে একদল যুবক গরু আনার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু সীমান্তের ওপারে না যাওয়া স্বত্ত্বেও টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হয়। লাশ সীমান্তের সরিষাঘাটা গ্রামের হালদারপাড়া থেকে উদ্ধার করে গ্রামবাসী। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, সীমান্ত এলাকা থেকে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশি যুবককে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি। লাশ মহেশপুর থানা পুলিশ উদ্ধার করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend