শাহজালাল বিমানবন্দরে ভিওআইপি সরঞ্জামাদি আটক
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আসা পাঁচ সেট ভিওআইপি সরঞ্জাম আটক করেছে শুল্ক গোয়েন্দারা। ‘কম্পিউটারের যন্ত্রাংশ’ হিসেবে সিঙ্গাপুর থেকে একটি কুরিয়ার সার্ভিসের নামে এগুলো আনা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে আটটায় বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার এ তথ্য জানান। শুল্ক গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা বলেন, দুটি কার্টনে ৪৫ কেজি সরঞ্জাম একটি কুরিয়ারের নামে অবৈধভাবে কেনা হয়। কাগজে এগুলোকে ‘কম্পিউটার সরঞ্জাম’ হিসেবে দেখানো হয়েছে। টিআর ২৬৫৬ নম্বর ফ্লাইটে সিঙ্গাপুর থেকে এসব মালামাল ঢাকায় এসেছে।