নকলায় পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

sherpur-Map-W-220x160নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : অল্প জমিতে অধিক পাট উত্পাদন এবং নিজের বীজ নিজেই উত্পাদন করার লক্ষ্যে শেরপুরের নকলায় দিনব্যাপি পাটচাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২ জুন সোমবার উপজেলা বিআরডিবি হলরুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উত্পাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় নকলা পাট অধিদপ্তর ওই প্রশিক্ষণের আয়োজন করে। ওই পাটচাষী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের উপ-পরিচালক মো. বদরুল আলম ভুঁইয়া। উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আক্রাম হোসেনের সভাপতিত্বে এতে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী পরিচালক স্বপন কুমার সরকার, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন।

এ প্রশিক্ষণে নকলা উপজেলার ১০০ জন পাট চাষী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এতে পাট চাষীদেরকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ০-৭২ তোষা এবং ০-৯৮৯৭ ফাল্গুনী তোষা জাতের পাট চাষ করার পরামর্শ দেওয়া হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend