শিশু গৃহকর্মী নির্যাতন : শেরপুরে পাষন্ড গৃহকর্ত্রীর জামিনে তোলপাড়
শেরপুরে রড দিয়ে পিটিয়ে শিশু গৃহ পরিচারিকাকে পিটিয়ে রক্তাক্ত জখমের মামলায় পাষন্ড গৃহকর্ত্রী সালমা জাহান সাথীর (২২) জামিনলাভে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ৩ জুন মঙ্গলবার বিকেলে গৃহকর্ত্রী সালমা জাহান সাথীকে আদালতে সোপর্দ করা হলে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তাকে জামিনে মুক্তির আদেশ দেন। এদিকে ওই নির্যাতনের ক্ষত নিয়ে শিশু গৃহকর্মী খাদিজা বেগম (৯) জেলা সদর হাসপাতালের বেডে এখনও যন্ত্রণায় কাতরাচ্ছে। উল্লেখ্য, সোমবার বিকেলে শেরপুর জেলা শহরের নাগপাড়া মহল্লার বাসায় শিশু গৃহকর্মী খাদিজা বেগমকে রড দিয়ে উপুর্যপরি পিটিয়ে রক্তাক্ত জখম করে পাষন্ড গৃহকর্ত্রী সালমা জাহান সাথী। পরে তাকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা হলে পুলিশ সন্ধ্যায় গৃহকর্ত্রী সালমা জাহান সাথীকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার ফৌজদারী আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। এব্যাপারে জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ বলেন, গৃহ পরিচারিকাদের নির্যাতনের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনেই মামলার সুযোগ রয়েছে। কিন্তু শিশু পরিচারিকা খাদিজা বেগমের ঘটনায় ফৌজদারী দন্ডবিধির আওতায় মামলা নেওয়া হয়েছে। এ কারণে নির্যাতনকারী গৃহকর্ত্রীর জামিনলাভ সহজতর হয়েছে।