ব্রাজিলে পৌঁছেছে ইরান ও ক্রোয়েশিয়া
ব্রাজিল বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার পর এবার ব্রাজিলে এসে পৌঁছেছে ইরান ও ক্রোয়েশিয়া। গত সপ্তাহে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩১ দলের মধ্যে সবার আগে ব্রাজিলে পৌঁছে অস্ট্রেলিয়া।মঙ্গলবার স্থানীয় সময় সোয়া চারটায় সালভাদর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ক্রোয়েশিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। বিমানবন্দর থেকে সরাসরি সালভাদরের প্রাইয়া দো ফর্তেতে চলে যায় ক্রোয়েশিয়ার সদস্যরা।আর সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে পৌঁছে ইরান দল। তাদের অবস্থান সাও পাওলোর করিন্থিয়ান্স অনুশীলন কেন্দ্রে১৬ জুন কুরিচিবায় নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইরান। ‘এফ’ গ্রুপের অন্য দুই দল আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনা।