বিশ্বকাপ জ্বরে কাপছে শ্রীবরদী : নেই দেশত্ববোধ; মানছে না আইন

downloadরোম্মান আরা পারভীন রুমী: বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে শ্রীবরদী। প্রিয় দল, প্রিয় খেলোয়াড়ের জার্সি পড়ে ঘুরে বেড়াচ্ছে সমর্থকরা। দোকান, বাসা বাড়িতে উড়ছে প্রিয় দলের পতাকা। চায়ের স্টল, বন্ধুদের আড্ডায় ঘুরে ফিরে একই কথা কোন দল জিতবে বিশ্বকাপ। নিজ নিজ সমর্থিত দলের পক্ষে চলছে কথার জোর নানা  ‍যুক্তি যা নির্মল বন্ধত্বের মধ্যে তৈরী করছে তিক্ততা। সূদুল ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব নেই। তবুও হুজুগে বাঙ্গালি নিজের দেশের প্রতি সামন্যতম শ্রদ্ধা না রেখে বাসাবাড়ি, দোকান, প্রতিষ্ঠানে টানাচ্ছে অন্য দেশের পতাকা। নিয়মানুযায়ী কোন দেশের পতাকার টানাতে হলে তার উপরে অবশ্যই বাংলাদেশের জাতীয় পতাকা থাকতে হবে। কিন্তু সে ক্ষেত্রেও পতাকার মাপ ঠিক থাকতে হবে। কিন্তু শ্রীবরদী পৌর শহর সহ উপজেলার মফস্বলগুলোতে এ নিয়ম মানা হচ্ছে না। এখানে প্রতিযোগিতা চলছে কে কত বড় সাইজের বানাতে পারে। বিশ্বকাপ শুরু না হলেও এখনই শ্রীবরদী পতাকা শহরে পরিনত হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend