বিশ্বকাপে সব খেলোয়াড়ের ডোপ টেস্ট বাধ্যতামূলক

dope_10086আসন্ন ব্রাজিল বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বিশ্বমঞ্চকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাই এবার প্রথমবারের মতো প্রত্যেক ফুটবলারের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে ফিফা। প্রকৃতপক্ষে ডোপ টেস্টের মাধ্যমে খেলোয়াড়দের জন্য ‘বায়োলজিক্যাল পাসপোর্ট’র ব্যবস্থা করেছে ফিফা। এতে একজন ফুটবলারের পুরো ক্যারিয়ারের রক্ত এবং মূত্র পরীক্ষার বিস্তারিত দেয়া থাকবে।

গত মার্চ মাস থেকে ফিফার চিকিৎসক ও নার্সদের একটি দল বিভিন্ন দেশে ফুটবলারদের প্রস্তুতি ক্যাম্পে গিয়ে তাদের রক্ত ও মূত্র পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে। দলটি গত সপ্তাহে আর্জেন্টিনা এবং ফ্রান্সের প্রস্তুতি ক্যাম্পে গিয়ে ডোপ টেস্ট পরীক্ষা করেছে।

গত বছর কনফেডারেশন কাপে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার, ইতালির অধিনায়ক বুফন এবং স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তার মতো বিশ্বের তারকা ফুটবলাররাও এ সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছিলেন। গত ১৮ মাসে চেলসি, বার্সেলোনা, সান্তোস ও মন্ট্রেরির ক্লাব দলগুলোর খেলোয়াড়দের ডোপ টেস্ট করেছে ফিফা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend