মেজর আরিফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

rana-300x219নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন র‌্যাব কর্মকর্তা মেজর আরিফ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কে এম মহিউদ্দীন এ জবাববন্দি গ্রহণ করেন। মেজর আরিফকে বুধবার সকাল ৮টায় আদালতে হাজির করা হয়। এরপর জবানবন্দি দানে সিদ্ধান্ত নেওয়ার জন্য বেলা ১১ টা পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। এরপর আরিফকে আদালতে হাজির করা হলে তিনি ৪ ঘণ্টাব্যাপী জবানবন্দি দেন। বাদীপক্ষের আইনজীবী ও জেলা সমিতির সভাপতি সাখাওয়াৎ হোসেন খান বলেন, ‘স্বীকারোক্তিতে মেজর আরিফ নিজের সম্পৃক্ততার পাশাপাশি বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তদন্তের স্বার্থে তা বলা সম্ভব নয়।’

জবানবন্দি শেষে মেজর আরিফকে জেলহাজতে পাঠানো হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend