অতিরিক্ত মিষ্টি পানীয় নষ্ট করে পুরুষত্ব

vodka_drinks1-254x300আপনি কোমল পানীয় বা অ্যালকোহলের ফ্যান? খুব ভালোবাসেন কোক-পেপসি কিংবা নানান রকম এনার্জি ড্রিঙ্ক পান করতে? তাহলে জেনে রাখুন, এইসব অতিরিক্ত মিষ্টি জাতীয় পানীয় হতে পারে আপনার পুরুষত্বহীনতা ও সন্তান জন্মদানে অক্ষমতার কারণ। না, আমরা বলছি না। বলছনে গবেষকরাই। দেশি-বিদেশি চিকিৎসকেরা মনে করছেন অতিরিক্ত মিষ্টি, বিশেষ করে মিষ্টি জাতীয় পানীয় খেলে কমে যেতে পারে শুক্রাণুর পরিমাণ। মিষ্টি জাতীয় পানীয় বলতে চিকিৎসকরা নজরে এনেছেন সোডা, অ্যালকোহল, এনার্জি ড্রিঙ্ক জাতীয় পানীয়গুলোকে। গবেষণার মধ্যে দিয়ে দেখা গিয়েছে যে পানীয় গুলোতে সুগারের পরিমাণ বেশি থাকে সেগুলো বেশি পান করা হলে পুরুষদের শুক্রানু-র পরিমাণ হ্রাস পায়। খেলোয়াড়দের বেশি সর্তক করতে চান চিকিৎসকেরা। কারণ কিছু স্পোটর্স ড্রিঙ্কেও সুগারের পরিমাণ বেশি থাকায় ক্ষতি হরে পুরুষের যৌনতায়। এমনকি শক্তি বর্ধক যে কোনও পানীয়তেই এই সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন দেশি-বিদেশি চিকিৎসকেরা। সুতরাং, চির যৌবন, যৌনতা, পুরুষত্ব অটুট রাখতে মিষ্টি ছাড়ুন আজই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend