ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন: কমান্ডার পদে শিক্ষক মান্নানের বিজয়
মুহাম্মদ আবু হেলাল ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ আর উদ্দ্যিপনার মধ্যে দিয়ে শেষ হলো ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনটি সারা দেশের ন্যয় অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করেন, রির্টারনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। উপজেলা পরিষদ সভা কক্ষে ৪ জুন বুধবার সকাল ৯ ঘটিকা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তিনটি প্যানেলভুক্ত হয়ে প্রার্থীরা এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে। প্যানেল তিনটি ছিল, কলস প্রতীকে সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, হাতি প্রতীকে ফকির আঃ মান্নান মাষ্টার ও ঘোড়া প্রতীকে নাজিম উদ্দিন। উপজেলার মোট ৯২ জন ভোটারের মধ্যে ৮৮ জন মুক্তিযোদ্ধা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নিজ উপজেলায় ১১ জন, জেলায় ১৭ জন ও কেন্দ্রের ৪১ জন সহ ৬৯ জন প্রার্থীকে প্রত্যেক ভোটার তাদের ভোট প্রদান করেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান। সাবেক আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সংগঠক ফকির আ:মান্নান মাষ্টার ৪৩ ভোট পেয়ে কমান্ডার পদে বিজয় লাভ করেন,তার নিকটতম প্রতিদন্ধি প্রার্থী সুরুজ্জামান আকন্দ ৩১ ভোট পান।