বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে পাঁচ পুলিশ আহত
ছাত্রলীগের বগুড়া জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে সদর থানার ওসিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজসহ ছাত্রলীগের চারটি কমিটি বিলুপ্ত করাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। দুই পক্ষের এক অংশের নেতৃত্বে আছেন জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী ও সাধারণ সম্পাদক মাশরাফি হিরো। অপর পক্ষের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুস সাত্তার ও আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজীর আহমেদ।
দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা দেখা দিলে পুলিশ মাঝামাঝি অবস্থান নেয়। এ সময় পুলিশের ওপর তিনটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে দুটির বিস্ফোরণে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন- বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার ফায়েজুর রহমান, সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর এ আলম ও শাহরিয়ার হোসেনসহ তিনজন কনস্টেবল।
আহত পুলিম সদস্যদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।