নকলায় আবুল মুনছুর কমান্ডার ও রহমত আলী ডিপুটি কমান্ডার নির্বাচিত
নকলা (শেরপুর ) প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০১৪ নির্বাচনে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ৪ জুন বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নকলা উপজেলা কমান্ডার পদে তিনজন প্রার্থী প্রতিদন্ধিতা করে আবুল মুনছুর হাতি প্রতীক নিয়ে ১শত ৫৬ ভোট পেয়ে ২য় বারের মত নকলা উপজেলা কমান্ডার পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধি শওকত আলী ঘোড়া প্রতীক নিয়ে ৬৪ ভোট পান। ডিপুটি কমান্ডার পদে হাতী প্রতীক নিয়ে রহমত আলী ১ শত ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটম প্রতিদন্ধি মোজাম্মেল হক ঘোড়া প্রতিকে ৭২ ভোট পান। সহকারী ইউনিট কমান্ডার পদে কফিলউদ্দিন হাতি প্রতীকে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধি আব্দুছ ছাত্তার ঘোড়া প্রতীক নিয়ে ৬৭ ভোট পান। সহকারী কান্ডার (পূর্ণবাসন, সমাজ কল্যাণ, শহিদ ও যুদ্ধাহত)পদে নরেন্দ চন্দ্র সরকার হাতি প্রতীক নিয়ে ১শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদন্ধি আবুল হাসেম ঘোড়া প্রতীক নিয়ে ৬৩ ভোট পান। সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) পদে আঃ ওয়াহেদ কডু হাতি প্রতিক নিয়ে ১ শত ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদন্ধি সামছুল হক ঘোড়া প্রতীকে ৬৫ ভোট পান। সহকারী কমান্ডার (অর্থ) পদে নূরুল আমিন হাতি প্রতিক নিয়ে ১ শত ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদন্ধি রফিজ উদ্দিন ঘোড়া প্রতীকে ৬৩ ভোট পান। সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) পদে আলমাছ উদ্দিন হাতি প্রতিক নিয়ে ১ শত ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদন্ধি নুরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৬৩ ভোট পান। সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজ কল্যাণ) পদে বেলায়েত হোসেন হাতি প্রতিক নিয়ে ১ শত ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদন্ধি সিরাজুল ইসলাম ঘোড়া প্রতীকে ৬৩ ভোট পান। মোট ১১ টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচন হলেও ক্রিড়া ও সাংস্কৃতিক পদে আঃ খালেক, কার্যকরী সদস্য পদে আমিনুল হক মিন্টু ও সফিকুল ইসলাম কালু বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হন। এবার নকলা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে দুটি প্যানেল ভুক্ত হয়ে নির্বাচনের মাঠ চসে বেড়িয়ে অবশেষে আবুল মনসুর পূর্ন প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পারন করেন সিনিয়র সহকারী পরিচালক বি,এ,ডি,সি রফিকুল ইসলাম। সূষ্ঠ্য ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।