শেরপুরে বিআরটিএ এর প্রশিক্ষণ কর্মশালা
৫ জুন সকালে শেরপুর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে যানবাহন চালকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।সড়ক দুর্ঘটনা রোধে এমন প্রশিক্ষণ কর্মশালা আরো অধিক প্রয়োজন বলে জানা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুরের জেলা জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সেলিম মিয়া।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিআরটিএ কর্মকর্তা কাজী মোঃ মোরসালিন, ট্রাফিক ইন্সপেক্টর এইচ এম সিদ্দিকুর রহমান প্রমুখ। কর্মশালায় সঞ্চালক হিসাবে ছিলেন আব্দুল হালিম, মোটরযান পরিদর্শক বিআরটিএ, শেরপুর।