অবৈধ সরকারের কিসের বাজেট: মাহবুবুর রহমান

bnp-05অবৈধ সরকারের কিসের বাজেট? বিরোধীদলহীন সংসদে এ নিয়ে কী আলোচনা হবে? এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে ‘প্রত্যাগত প্রবাসী দল’।

মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্রের লেবাসে স্বৈরশাসন চলছে। আজকের দশম সংসদে যারা সদস্য, সব অবৈধ। কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আবার অনেকে ৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত। এটা সংসদের জন্য সবচেয়ে বেশি অপমানজনক। আজ সেই মহান সংসদের বাজেট উত্থাপন হচ্ছে। আলোচনা হবে। কি আলোচনা হবে? কিসের আলোচনা? সংসদের বিরোধীদল হয় আলোচক, আজকের সংসদে বিরোধী দল নেই।

প্রবাসীদের উদ্দেশে জেনারেল মাহবুবুর রহমান বলেন, রেমিটেন্স যারা পাঠায় তারা রক্ত ঝরায়। বউ সংসার ফেলে উত্তপ্ত বালিতে কাজ করে। তারাই প্রকৃত দেশপ্রেমিক। দেশ, মাটি ও শিকড়ের টানে কাজ করেন। এ প্রবাসীদের কাজের সুযোগ ও বিদেশে জনশক্তি রপ্তানিতে ব্যাপক ভূমিকা ছিল জিয়াউর রহমানের।

সংগঠনের সভাপতি এস এম তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির অর্থ সম্পাদক ও ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুস সালাম, প্রত্যাগত প্রবাসী দলের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend