প্রস্তাবিত বাজেটে যে সব পণ্যের দাম বাড়ছে

budget-450pxপ্রস্তাবিত নতুন বাজেট (২০১৪-১৫ অর্থবছর) পাশ হলে ৬৩টি পণ্যের দাম বাড়বে। দাম বাড়ছে জ্বালানি তেল, সিগারেট, মোবাইল ফোনসেট, সিলিং ফ্যান, এলপি গ্যাসের সিলিন্ডার, সেভিং ল্যাম্প, আমদানি করা বাইসাইকেল টিউব, হাইব্রিড গাড়ি, বাণিজ্যিক আমদানিকৃত সিবিইউ রঙিন টেলিভিশন, এয়ারকন্ডিশনারের আউটডোর ও ইনডোর ইউনিট, ফটোকপি ও ফ্যাক্স মেশিন, প্রিন্টারের যন্ত্রাংশ, বুশবার ট্রাংকিং সিস্টেম, ৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন গ্যাস সিলিন্ডার, বিদেশি এমএস বার ও রড, বিদেশি বিলেটস প্রভৃতি পণ্যের দাম বাড়ছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend