সিইপিজেডে গার্মেণ্টসে পানি খেয়ে অসুস্থ ৭০ শ্রমিক

CEPZচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ৭০ জন শ্রমিক। এর মধ্যে কমপক্ষে ২০ জন শ্রমিক বেপজা হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নানের মালিকানাধীন পেনিনসুলা গার্মেণ্টসে এ ঘটনা ঘটেছে। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দু’একজন সহকর্মীকে আক্রান্ত হতে দেখে বাকি শ্রমিকরা ‘সাইকোলজিক্যাল ডায়রিয়ায়’ আক্রান্ত হয়েছে।

জানা যায়, শুক্রবার কারখানা বন্ধ ছিল। শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর দু’জন নারী শ্রমিক হঠাৎ বমি করা শুরু করেন। সহকর্মী কয়েকজন শ্রমিক তাদের বেপজা হাসপাতালে নিয়ে যান।

এরপর একে একে শ্রমিকরা কেউ বমি করতে করতে আবার কেউ মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে যান। কমপক্ষে ৭০ জন শ্রমিক এসময় চিকিৎসা নিতে হাসপাতালে যান বলে জানান মহাব্যবস্থাপক।

ইপিজেড থানার ওসি বলেন, হাসপাতালে ২০ জনকে ভর্তি অবস্থায় দেখেছি। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সিইপিজেডের কারখানাগুলোতে বেপজা নিজস্ব ব্যবস্থায় পানি সরবরাহ করে। সেই পানি খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানান, শ্রমিকদের অধিকাংশই ‘সাইকোলজিক্যাল ডায়রিয়ায়’ আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।

সিইপিজেডের মহাব্যবস্থাপক বলেন, সহকর্মীকে অসুস্থ দেখে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এটা মনস্তাত্বিক রোগ বলছেন চিকিৎসকরা।

তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কমপক্ষে ৫০ জন বা‍সায় ফিরে গেছেন। কারখানা ছুটি দেয়া হয়েছে। বেপজা’র সরবরাহ করা পানিতে কোন সমস্যা নেই বলে তিনি দাবি করেন।

তবে বেপজা হাসপাতালের চিকিৎসক পরীক্ষার জন্য পানি সংগ্রহ করেছেন বলে ওসি আবুল মনসুর জানিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend