এলোপাতাড়ি গুলিতে একজনকে হত্যার পর বিএসএফ সদস্যের আত্মহত্যা
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার নিকটবর্তী সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে একজনকে হত্যার পর বিএসএসের এক সদস্য আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় আখাউড়া বন্দরের কাছের দক্ষিণ রামনগরে এ ঘটনা ঘটেছে। গ্রামবাসী জানান, ইসমাইল মিয়া নামের এক বৃদ্ধ সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে একটি পুকুরে যেতে চাইলে বিএসএফ সদস্যরা তাকে বাধা দেন। তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুনে অন্যরা এগিয়ে গেলে এক বিএসএফ সদস্য এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
পরে ১৯৫ ব্যাটালিয়নের সন্দীপ নামের ওই বিএসএফ সদস্য নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
আহত নয় গ্রামবাসীকে জিবি পান্থ হাতপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের খোঁজ মিলছে না বলে তাদের স্বজনরা অভিযোগ করেছেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজন বলে জিবিপি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
নানু মিয়া নামে আহতদের একজন বলেন, “ওই সময় বিদ্যুৎ চলে যাওয়ায় আমরা ঘরের বাইরে বেরিয়েছিলাম।
“বিএসএফ সদস্যরা সম্ভবত কয়েকটি বাচ্চাকে কাঁটাতারের বেড়ার কাছে যেতে বারণ করছিল। তখন বয়স্করা তার প্রতিবাদ করলে তাদের একজন এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। তাতে অনেকে আহত হন।”
ওই বিএসএফ সদস্য মদ্যপ ছিলেন বলে অভিযোগ গ্রামবাসীর।
গুলিতে নিহত ইসমাইল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।