শুক্রবার চোট পেয়ে প্রথমার্ধের শেষ মিনিটে মাঠ ছাড়েন রয়েস। সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জার্মানির এই তারকা মিডফিল্ডারকে।
ম্যাচের সাতটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। জার্মানির পক্ষে মারিও গোটসে দুটি এবং আন্দ্রে শুরলে, লুকাস পোডলস্কি, বেনেডিক্ট হুভেডেস ও মিরোস্লাভ ক্লোসা একটি করে গোল করেন।
বিশ্বকাপে জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকা ক্লোসা রেকর্ডটি নিজের করে নিলেন। মাত্র ৬২ ম্যাচে ৬৮ গোল করে জার্মানির সেরা গোলদাতা ছিলেন কিংবদন্তি স্ট্রাইকার জার্ড মুলার। ১৩২ ম্যাচে ৬৯ গোল করে শুক্রবার তাকে পেছনে ফেললেন ক্লোসা।
প্রথমার্ধে জার্মানদের ঠেকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে আর পারেনি আর্মেনিয়া। ৫২তম মিনিটে পোডলস্কির ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন শুরলে।
৬৯তম মিনিটে হেনরিখ মাখতারিয়ানের সফল পেনাল্টিতে সমতা আনে আর্মেনিয়া।
দুই মিনিট পর পোডলস্কির গোলে আবার এগিয়ে যায় জার্মানি। এর পরের ২০ মিনিটে আরো চারবার প্রতিপক্ষের জালে বল পাঠায় জার্মানি।
৭৩তম মিনিটে হুভেডেস, ৭৬তম মিনিটে ক্লোসা এবং ৮২ ও ৮৯ তম মিনিটে গোটসের লক্ষ্যভেদে সহজ জয় নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপের অন্যতম ফেভারিট দেশটির।
আগের দুই প্রীতি ম্যাচে পোল্যান্ড (০-০) ও ক্যামেরুনের (২-২) সঙ্গে ড্র করে জার্মানি।
১৬ জুন পর্তুগাল ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে জার্মানির। গ্রুপের অন্য দুই দল হল ঘানা ও যুক্তরাষ্ট্র।