শ্রীবরদীতে যাত্রার নামে রাতভর চলছে নগ্ননৃত্য
তারেক মু: আব্দুল্লাহ রানা, শ্রীবরদী (শেরপুর) থেকে: শেরপুরে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ভায়াডাঙ্গা এলাকায় যাত্রার নামে গত দু’দিন যাবৎ রাতভর প্রদর্শিত হয়ে আসছে মীরাণীদের নগ্ননৃত্য। আর এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নগ্ননৃত্য প্রদর্শনকে কেন্দ্র করে ভায়াডাঙ্গা এলাকায় জমে উঠেছে মাদকের জমজমাট ব্যবসা। প্রায় রাতেই মাতালরা মাদক পান করে এলাকাতে মাতলামি করে আসছে। অভিভাবকরা উদ্ধিগ্ন হয়ে পড়েছে তাদের সন্তানদের নিয়ে। নগ্ননৃত্য ও মাদক নেশায় হুমড়ি খেয়ে পড়েছে তরুণ যুব সমাজ।জানা যায় প্রতিদিন যাত্রা ও সার্কাস দেখতে বিভিন্ন স্থান থেকে দলবেধে ছুটে আসছে স্কুল পড়–য়া ছাত্র সহ যুবকরা। সূত্রের অভিযোগ রয়েছে, আয়োজক কমিটি যাত্রার অনুমতি নিয়ে রাতভর মীরাণীদের দিয়ে নগ্ননৃত্যের আসর বসিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আর এ নিয়ে গত শুক্রবার গভীর রাতে যাত্রা পেন্ডেলের অভ্যন্তরে স্থানীয় দু’গ্রুপের মাঝে টাকার ভাগাভাগি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে মুহুতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় একাধিক এলাকাবাসী জানায় যাত্রা ও সার্কাসের নামে নারীদেহের নগ্ননৃত্যকে কেন্দ্র করে অত্র এলাকার আইন শৃঙ্খলা চরম অবনতির আশংকা বিরাজ করেছে। বিগত দিনেও যাত্রা ও সার্কাস কে কেন্দ্র করে অত্র এলাকায় দফায় দফায় সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে এলাকাবাসীর বাধার মুখে অতীতেও পন্ড হয়ে গেছে এসব যাত্রা পালার আসর। এ প্রসঙ্গে গতকাল শনিবার দুপুরে শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন ভায়াডাঙ্গাতে যাত্রা ও সার্কাসের অনুমতি রয়েছে। তবে আয়োজক কমিটি এর বাইরে কোন কিছু করার চেষ্টা চালালে তা শক্ত হাতে দমন করা হবে।