শ্রীবরদীতে সন্ত্রাসী হামলারঘটনায় অবশেষে মামলা দায়ের
তারেক মু: আব্দুল্লাহ রানা, শ্রীবরদী (শেরপুর) থেকে: শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া গ্রামের স্যালোমেশিন চুরিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় ৭ জন আহতের ঘটনায় অবশেষে শুক্রবার রাতে ১১ জনকে আসামী করে একটি মামলা রেকর্ড করেছে শ্রীবরদী থানা পুলিশ। অপরদিকে সন্ত্রাসীদের দায়েরকৃত মামলায় গ্রেফতার আতংকে দিন কাটাচ্ছে অসহায় পরিবারগুলো। জানা যায় গত বুধবার দুপুরে চরশিমুলচড়া গ্রামে স্যালোমেশিন চুরির সূত্র ধরে শ্রীবরদী থানায় দায়েরকৃত জি.আর নং-৮২/১৪ মামলা প্রত্যাহারের দাবীতে চরশিমুলচড়া এলাকার আব্দুর রেজ্জাক ও পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার কুশলনগর গ্রামের মুখলেছ গং রা দেশীয় অস্ত্র নিয়ে সালাম ও তার স্বজনদের উপর হামলা করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় শ্লীলতাহানীর শিকার হয় হাসেনা বেগম ও মনোয়ারা বেগম। সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আহত হয় উসমান আলী, ওহাব মিয়া, লহির মিয়া, নাজিম মিয়া, নজরুল ইসলাম, হাসেনা বেগম ও মনোয়ারা বেগম। আহতদের আশংকাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয। মামলার বাদীর অভিযোগ আমার ভাই আব্দুর রেজ্জাক ও কুশলনগর গ্রামের মখলেছ গং রা বর্তমানেও আমাদেরকে মামলা তুলে নিতে অব্যাহত হুমকি প্রদর্শন করছে। তাদের হামলার ভয়ে আমরা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। সন্ত্রাসীদের হামলার শিকার উসমান আলী বলেন আব্দুর রেজ্জাক ও মখলেছ গং রা ধনাঢ্য ও প্রবাবশালী হওয়ায় আমাদের উপর হামলা চালিয়ে আহত করলেও উল্টো তারাই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে স্কুল পড়–য়া ছাত্র সহ অনেকটি হয়রানী করে আসছে। বর্তমানে আমরা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। এ প্রসঙ্গে শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন বাদীর অভিযোগের ভিত্তিতে অত্র থানায় মামলা গ্রহণ করা হয়েছে। এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।