বেইজিং পৌঁছেছেন শেখ হাসিনা
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ে পৌঁছেছেন। আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ের উদ্দেশ্যে কুনমিং ছাড়েন তিনি। বেইজিং পৌঁছে চীনের জাতীয় বীরদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার। এর আগে শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের চাংশুই বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে শেখ হাসিনার এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হবে।
কুনমিংয়ে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। প্রদর্শনী কেন্দ্রেই চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ হয় তার। এরপর তিনি কুনমিং আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।
সোমবার সফরের চতুর্থ দিন বেইজিংয়ে বাংলাদেশের গ্রেট হল অফ পিপলসে গার্ড অফ অনার দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেদিনই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে।
১১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
– See more at: http://www.priyo.com/2014/06/08/73800a.html#sthash.fxRDl0bY.dpuf