শেরপুরে পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তার জন্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Sherpur-Pic-21-220x184পরিবেশবান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্দ্র জরিপ, পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ৮ জুন রবিবার দিনব্যাপি শেরপুর খামারবাড়ী মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শেরপুর সদর উপজেলা কৃষি অফিস ওই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। খামারবাড়ীর শস্য সংরক্ষণ বিশেষজ্ঞ কৃষিবিদ ফজলুল করিম সানি ও সদর উপজেলা কৃষি অফিসার আব্দুল হামিদ প্রশিক্ষণটি পরিচালনা করেন। এতে কৃষকদের ফসলের জন্য উপকারী ও ক্ষতিকর পোকামাকড়, বিভিন্ন রোগবালাই সম্পর্কে অবহিত করা হয় এবং ওইসব দমন পদ্ধতি সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়। ওই প্রশিক্ষণে সদর উপজেলার ৫ টি সার্ভিলেন্স ব্লকের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পোকা দমনের সুইপিং নেট বিতরন করা হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend