প্রধানমন্ত্রী বেইজিংয়ে, কাল চুক্তি স্বাক্ষর
চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং থেকে বেইজিং পৌঁছেছেন। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান চীনের স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টিার লিউ ঝেনমিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আজিজুল হক এসময় উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীকে দু’টি শিশু ফুলের তোড়া উপহার দেয়। পরে তাঁকে চায়নিজ পিপলস আর্মির একটি চৌকস দল স্ট্যাটিক গার্ড-অব-অনার প্রদান করে।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে দাইয়োতাই সরকারি গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়। বেইজিং অবস্থানকালে এই গেস্ট হাইজেই তিনি অবস্থান করবেন।
এর আগে প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় (বাংলাদেশ সময় সকালে সাড়ে আটটা) কুনমিংয়ের চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে মূল বক্তব্য রাখবেন। পরে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠকের পরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। ৬টি প্রকল্পের আওতায় প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার ঋণ প্রাপ্তির আশা করছে বাংলঅদেশ।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও রয়েছে।
প্রধানমন্ত্রী আগামী ১১ জুন সকালে দেশের উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করবেন এবং একইদিন বিকেলে ঢাকা পৌঁছুবেন।