নিরাপত্তার স্বার্থে রাজধানীতে হাতিরঝিল থানা হতে যাচ্ছে
রাজধানীতে আরো একটি থানা বাড়তে যাচ্ছে। হাতিরঝিলই হবে এই থানা। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারও থানা হতে যাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত দু’টি পৃথক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ঢাকার হাতিরঝিল এলাকায় নিরাপত্তা বিধানে আলাদা কোনো থানা করা হবে কি-না? জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিল এলাকায় নিরাপত্তা বিধানের লক্ষ্যে আলাদা একটি থানা করতে ডিএমপি কমিশনারের মাধ্যমে প্রেরিত প্রস্তাব পুলিশ হেডকোয়ার্টার্সে প্রক্রিয়াধীন।
এছাড়া নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণ জানতে চান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১ থেকে ৬নং ইউনিয়ন নিয়ে বাংলাবাজার নামে একটি থানা প্রতিষ্ঠা করা হবে কি-না?
জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাবাজার নামক স্থানে একটি থানা স্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।