তৌহিদ হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার ছাত্রলীগ সভাপতির

touheed-murder_0 (1)ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডে অভিযুক্ত ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার বিকাল ৫টা ১৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল মহানগর মুখ্য বিচারিক আদালত-১ এর বিচারক মো. সাহেদুল করিমের খাস কামরায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন। এছাড়া তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নামও উল্লেখ করেছেন। উল্লেখ্য, গত বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ৪র্থ বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামকে কতিপয় দুর্বৃত্তরা ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের ১০০৩ নং কক্ষে পিটিয়ে মারাত্মক আহত করে।

পরবর্তীতে ওসমানী হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য কলেজ ছাত্রলীগকে দায়ী করা হয়। ইতিমধ্যে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীর নামে হত্যা মামলা করা হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ১০ ছাত্রলীগ নেতা-কর্মীকেও ওসমানী মেডিকেল কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend