দেওয়ানগঞ্জে সরকারি গম ক্রয়ে অনিয়মের অভিযোগ

imagesদেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: দেওয়ানগঞ্জে সরকারি গম ক্রয় কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি গম ক্রয়ের কথা থাকলেও প্রকৃত কৃষকদের কাছ থেকে তা কেনা হচ্ছে না। উপজেলা খাদ্য কর্মকর্তাসহ ওই বিভাগের অন্য কর্মকর্তাদের যোগসাজশে অকৃষকদের কাছ থেকে গম ক্রয় করা হয়েছে। এতে কৃষকদের জন্য সরকারি গম ক্রয় কর্মসূচি ভেস্তে যেতে বসেছে। জেলা খাদ্য বিভাগ উপজেলা খাদ্য বিভাগের মাধ্যমে গম ক্রয় শুরু করেছে। দেওয়ানগঞ্জ সরকারি গম ক্রয় শুরু হয় ১ এপ্রিল থেকে, শেষ হওয়ার কথা ৩০ জুনে।
দেওয়ানগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা দিলদার মাহমুদ জানান, গত ১ এপ্রিল থেকে সরকারি উদ্যোগে গম ক্রয় শুরু হয়। এবার ক্রয় ল্যমাত্রা ছিল ৭১৯ মেট্রিক টন। ৩০ জুন পর্যন্ত গম ক্রয়ের কথা থাকলেও ২৬ মের মধ্যেই ৭১৯ মেট্রিক টন গম ক্রয় সম্পন্ন হয়েছে। কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে কিনাÑ প্রশ্নের উত্তরে তিনি জানান, বিশেষ বরাদ্দ পাওয়া গেলে কর্মসূচি অব্যাহত থাকবে। প্রকৃত কৃষকদের কাছ থেকে গম ক্রয় করা হয়েছে কি না উত্তরে বলেন, সারা দেশে যে ভাবে গম ক্রয় করা হয়েছে, সেভাবে এখানেও হয়েছে। জানা গেছে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে মদদপুষ্ট ব্যাপারী ফরিয়া মতাসীন দলের লোকজনসহ অন্যদের মাধ্যমে এসব গম ক্রয় করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend