মুক্তাগাছায় সাংবাদিক নির্যাতনকারী আ’লীগ ক্যাডার রুবেল অনৈতিক কাজের সময় আটক
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা নির্বাচনের সময় সাংবাদিক নির্যাতনকারী আওয়ামী লীগ ক্যাডার রুবেলকে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। রোববার মুক্তাগাছা থানা পুলিশ রুবেলকে আদালতে পাঠায়। রুবেল উপজেলার বাঁশাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদের ভাতিজা।মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) আবদুল কাদের জানান, উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবদুল কাদেরের ছেলে দুই সন্তানের জনক বদরুল আলম রুবেল পরকিয়ায় আসক্ত। এ কারণে কিছুদিন আগে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার রাতে গ্রামের লোকজন এক সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে তাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাসহ রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ২৯০ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
উল্লেখ্য, গত ১৫ মার্চ মুক্তাগাছা উপজেলা পরিষদের নির্বাচনে কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রুবেল আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল হোসেন সরকারের ঘোড়া প্রতীকে জাল ভোট দেয়ার চিত্রধারণ করার সময় রুবেল একদল সন্ত্রাসী নিয়ে এ প্রতিবেদকসহ তিন সাংবাদিকের ওপর হামলা চালায় এবং দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক আদিলুজ্জামান আদিল ও আজকের খবরের ফটো সাংবাদিক মিল্লাতের ক্যামেরা ভাঙচুর ও ছিনতাই করে। পরে এ ব্যাপারে মুক্তাগাছা থানায় একটি মামলা করা হয়।