প্রেসক্লাবের সদস্য পদ দাবিতে ১৫ জুন সাংবাদিকদের অবস্থান

Press_bg_811405779পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা।

নতুন কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ জুন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন কর্মসূচি, বিক্ষোভ মিছিল, ম্যানিজিং কমিটিতে প্রেসক্লাবে সদস্য পদ দাবিতে স্মারক লিপি প্রদান এবং ক্যান্টিনে প্রবেশ।

সোমবার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থ‍ান কর্মসূচিতে এ ঘোষণা দেন সাংবাদিকরা। পেশাদার সংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হয়।

ঢাকা সংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি সাবান মাহমুদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক পরিচালক আজিজুল হক ভূঁইয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল  জামিল ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কুদ্দস আফ্রাদ।

এছাড়াও সিনিয়র সাংবাদিকের মধ্যে রয়েছেন ফরাজী আজমল হোসেন আবুল খায়ের, জামিলউদ্দিন, আসাদুজ্জামান, এম এ খালেক, জয়ন্ত আচার্য, কাঞ্চন কুমার দে প্রমুখ। 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend