শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আজ ৯ জুন সোমবার বিকাল ৪ ঘটিকায় সারাদেশে গুম, খুন-হত্যা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক আশিষ, , সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট আব্দুল মজিদ বাদল, এডভোকেট তৌহিদুল ইসলাম, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট জাহিদুল ইসলাম আধার, নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন , আব্দুল আওয়াল চৌধুরী, এডভোকেট এম কে মুরাদ, ১৯ দলীয় জোটের শরীক দলের নেতা আব্দুর রশীদ (বিএসসি), মহিলা নেত্রী শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নুরজাহান বেগম, এ্যাডভোকেট শাহীন হাসান খান, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, এমদাদ মাস্টার প্রমুখ । এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ১৯ দলীয় জোটের নেতাকর্মীবৃন্দ ।
উক্ত সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, “বর্তমানে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় দেশব্যাপি যেভাবে হত্যা, গুম-খুন হচ্ছে এর ফলে জনগনের ভেতর তীব্র ক্ষোভ জন্মে উঠেছে । যার ফল সরকার অচিরেই ভোগ করবে।”