প্রচার প্রচরণায় ব্যস্ত নকলা উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী প্রার্থীরা

sherpur-Map-W1-220x160রাকিবুল হাসান রাজু, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ স্থানীয় নির্বাচন কমিশনের বর্তমান ভোটার তালিকা অণুযায়ী শেরপুর জেলার নকলা উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ্য ৩২ হাজার ৩ শত ৪৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৫ হাজার ৩ শত ৪২ জন ও মহিলা ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৫ জন। প্রধান নির্বাচন কমিশন অফিস থেকে আদেশকৃত গত ২৩শে জুন ২০১৪ ইং তারিখে তফসিল ঘোষণা করার মাধ্যমে নকলা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রার্থীরা বিভিন্ন প্রচার প্রচারণায় মেতে উঠেছে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে সর্বমোট ১৫ জন প্রার্থী স্থানীয় নির্বাচন কমিশন অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ৩ টি পদে মোট ১৫ জন প্রার্থীর মধ্যে গত ৮ ই জুন তারিখের যাচাই-বাছাই পর্বে কেউ বাদ পরেনি। গত ৯ ই জুন প্রতীক বরাদ্দ শেষে নকলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে ৪ জন এবং বি.এন.পি থেকে মোট ৩ জনের নাম প্রকাশ করা হয়। তন্মধ্যে আওয়ামীলীগের মনোনিত একক প্রার্থী (১) শাহ মোঃ বোরহান উদ্দিন (সাবেক উপজেলা চেয়ারম্যান)- আনারস ও (২) ১৯ দলীয় জোটের একক মনোনিত প্রার্থী মাহবুব আলী চৌধুরী মনি (সাবেক ইউপি চেয়ারম্যান)-হেলিকপ্টার, (৩) বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম রব্বানী (ভারপ্রাপ্ত নকলা উপজেলা আওয়ামীলীগ সভাপতি)-দোয়াত কলম, (৪) মোঃ শওকত হোসেন খান মুকুল (আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান)- কাপ পিরিচ, (৫) মোঃ  মনির হোসেন মনির (সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক)- ঘোড়া, (৬) মোঃ  জাহিদ হোসেন বাদশা (দাতা সদস্য- নকলা শাহরিয়া ফাযিল মাদরাসা)-চিংড়ি মাছ ও (৭) মোঃ জহিরুল ইসলাম মঞ্জু- মটর সাইকেল প্রতীক পেয়ে সকলেই তাদের প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে প্রচার প্রচরণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচন কমিশন সূত্র হতে আরো জানা যায় যে, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন । তন্মধ্যে (১) সরোয়ার আলম তালুকদার (উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক) -চশমা, (২) মোঃ শামসুল হক ডিলার (উপজেলা বি.এন.পি সহ সভাপতি)-টিউবওয়েল, (৩) মোঃ কামরুজ্জামান গেন্দু (বিশিষ্ট সমাজসেবক ও প্রভাষক)-তালা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (১) সৈয়দা উম্মে কুলসুম রেণু (সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান)- প্রজাপতি, (২) দেওয়ান কোহিনুর বেগম (হাজী জালমামুদ কলেজের দাতা প্রতিষ্ঠাতা দেওয়ান নুরুল ইসলাম দরবেশের বড় মেয়ে)-পদ্মফুল, (৩) লাকী আক্তার- কলসি,  (৪) লতিফা বেগম উষা- ফুটবল, (৫) মোছাঃ হুজেরা খাতুন- হাঁস প্রতীক পেয়ে তারা সকলেই তাদের প্রচার প্রচরণায় মেতে উঠেছেন । ইতিমধ্যে হার জিতের লড়াইয়ে মেতে উঠেছেন নির্বাচনের প্রত্যেক প্রার্থীরা। জনগণের মতে, কেউ কারোর চেয়ে প্রচার প্রচারণায় বা অন্যান্য দিক থেকে পিছিয়ে নেয়। তবে নকলার সকল ভোটারগণ তাদের উপযুক্ত নির্বাচিত প্রার্থীকে আগামীতে দেখতে চান বলে অভিহত করেন।এমনকি বাংলাদেশ সরকারের মাননীয় সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর এলাকা বলে সকলের দৃষ্টি এই নকলা উপজেলা পরিষদ নির্বাচনে থাকবে বলে এলাকাবাসী আশা ব্যক্ত করেন। কিন্তু কার ভাগ্যে কি আছে তা প্রমাণিত হবে আগামী ২৬ ই জুনে অনুষ্ঠিত নকলা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend