বিশ্বকাপ উন্মাদনায় শেরপুরের আকাশে উড়ছে বিদেশী পতাকা- পতাকা বিধিমালায় কি বলে?

sherpur-Map-W1-220x160

সরা দেশেবিশ্ব কাপের উন্মাদনা চলছে। তার ঢেউ লেগেছে শেরপুরেও। ভবনগুলোতে উড়ছে বিভিন্ন দেশের পতাকা। কিন্তু সমস্যা এখানেই। বাংলাদেশ সরকারের পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪) অনুযায়ী দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না। কিন্তু বিশ্বকাপের উন্মাদনা এমন জায়গায় পৌচেছে যে এসব আর কেউ খতিয়ে দেখছে না। অবশ্য সবাই যে পতাকা বিধিমালাটি জানেন তা নয়। কিন্তু যারা জানেন তারাও এ কর্মটি করছেন অবলীলায়। যারা আমাদের জাতীয় দিবসগুলোতেও ঠিকমত জাতীয় পতাকা তুলেন না তারাও আর্জেন্টিনা ব্রাজিলের বড় বড় পতাকা উড়িয়ে দিয়েছেন আকাশে। যেন উন্মাদনার কাছে পরাজিত সব চেতনা।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend