একরাম হত্যাকাণ্ড স্যুটার রাসেল গ্রেফতার
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্যুটার রাসেল ওরফে প্রকাশ ইঞ্জিনিয়ার রাসেলকে (২৬) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শহরের একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান জানান, একরাম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যানুযায়ী রাসেল বেশ আলোচিত হয়ে ওঠে। একরামকে কুপিয়ে আহত করার পর রাসেল তাকে পিস্তল দিয়ে গুলি করে।
২০ মে ফেনী শহরের জনাকীর্ণ সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরীসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়।