ভয় ছড়িয়ে স্বস্তির খবর নেইমারের
ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার দুই দিন আগে ভয় ছড়িয়ে পড়েছিল ব্রাজিল শিবিরে। অনুশীলনের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। প্রথম ম্যাচে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে আশার কথা নেইমার সুস্থ আছেন।
ডেইলি মেইল ব্রাজিল দলের অনুশীলনের খবর দিয়ে জানিয়েছে, নেইমার প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন।
মঙ্গলবার রিও ডি জেনিরোর অদূরে নিজেদের ট্রেনিং ক্যাম্পে অনুশীলনের সময় অ্যাঙ্কেলে চোট পান এই ব্রাজিল তারকা। এবারের বিশ্বকাপে ব্রাজিলের অন্য তিন গ্রুপ সঙ্গী ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুন।