মালয়েশিয়াগামী ট্রলারে বিজিপির গুলি, নিহত ৫
সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলির মুখে সাড়ে ৩শ যাত্রী নিয়ে একটি ট্রলার আটকা পড়েছে।
এতে অন্তত পাঁচ বাংলাদেশী নিহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিন থেকে ১০ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।
ওই ট্রলারের যাত্রী মিঠুন সাহা মোবাইলে বলেন, সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে পথে ৩শ যাত্রী নিয়ে একটি ট্রলার মালয়েশিয়ায় যাচ্ছিল। পথে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের বাধার মুখে চিতা পাহাড়ের কাছে ট্রলারটি আটকা পড়ে। এসময় বিজিপি সদস্যরা ট্রলার লক্ষ্য করে গুলি করে।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত সেখানে বিজিপি সদস্যরা থেমে থেমে গুলি চালাচ্ছে বলে জানান তিনি।
এ ঘটনায় তিনটি উদ্ধারকারী ট্রলার নিয়ে টেকনাফ থেকেও রওনা দিয়েছে কোস্টগার্ড সদস্যরা।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কাজী হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, বিষয়টি আমরাও জেনেছি। বিকল হওয়া ট্রলার থেকে একজন ফোনে বিষয়টি জানালে আমরা সেন্টমার্টিন থেকে কোস্টগার্ড সদস্যদের পাঠিয়ে দিয়েছি। তিনটি উদ্ধারকারী ট্রলার নিয়ে টেকনাফ থেকেও রওনা দেওয়া হচ্ছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি—ঠিক কোন জায়গায় ট্রলারটি বিকল হয়েছে। ট্রলারটির কাছাকাছি গেলে সব বোঝা যাবে।
তবে কোস্টগার্ড গুলি ও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।