প্রধানমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবি প্রকাশ
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কন্যা। যোগ্য জননেত্রী হিসেবে নিজের পরিচয় সর্বদাই তুলে ধরেছেন নিজ কাজে। কিন্তু আপনি কী জানেন, এই জননেত্রী একজন দারুন চিত্রশিল্পী?
সুন্দর এই ছবিটি প্রধানমন্ত্রী এঁকেছিলেন ১৯৯৪ সালে। সে সময় তিনি জাতীয় সংসদনে বিরোধীদলীয় নেত্রী। সম্প্রতি এই ছবিটি ফেসবুকে প্রকাশ করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফ আলম খোকন। আর ছবিটি ক্যামেরায় ধারণ করেছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
ছবিটিতে ঠাঁই পেয়েছে টইটুম্বর জলের ওপর তীরে ভেসে থাকা কয়েকটি নৌকা। আকাবাঁকা গাঁয়ের মেঠো পথ ছুটে গেছে অজানার খোঁজে। দিগন্তের গায়ে দাঁড়িয়ে আছে সবুজ বৃক্ষরাজি। আকাশে জমাট বেঁধেছে মেঘমালা। মেঘের কালোরূপ যেন ঝমঝমিয়ে বৃষ্টি নামার সঙ্কেত দিচ্ছে।