জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেলের মহাপরিচালক তোফাজ্জল হোসেন, কেন্ত্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফা আক্তার পপি, অধ্যক্ষ শামসুজ্জামান পালোয়ান। এছাড়া জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
শেরপুরে রেলপথ স্থাপনের ঘোষণা দিলেন রেলমন্ত্রী
স্টাফ রিপোর্টার : শেরপুরে রেলপথ স্থাপনের ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক। রবিবার জামালপুরের পিয়ারপুর রেল স্টেশনে আন্তঃনগর তিস্তা ট্রেনের আনুষ্ঠানিক যাত্রাবিরতির উদ্বোধন শেষে মহারাজা শশীকান্ত স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ওই ঘোষণা দেন তিনি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেলওয়ের সেবার মান বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য ৪৬টি প্রকল্প হাতে নিয়েছে। বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশের রেলে ট্রেনের গতি বৃদ্ধির কথা চিন্তা করছে সরকার। এর ধারাবাহিকতায় পিয়ারপুর রেলস্টেশন থেকে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণ করে পিয়ারপুর থেকে শেরপুর জেলা পর্যন্ত রেলপথ স্থাপন করা হবে।