শ্রীবরদীতে ২ দিন অসুস্থ থাকার পর মারা গেল বন্যহাতিটি

2রোম্মান আরা পারভীন রুমী: শ্রীবরদীর সীমান্তে ২ দিন অসুস্থ হয়ে পড়ে থাকা বন্য হাতিটি বিনা চিকিৎসায় বুধবার রাতে মারা গেছে। গত দুই দিন থেকে বন্যহাতিটি সীমান্তবর্তী বালিজুরি অফিসপাড়ায় আ: মজিদের মৎসখামারে ছটফট করছিল।সরজমিনে গিয়ে দেখা গেছে, বালিজুরি রেঞ্জ অফিস থেকে সামান্য পশ্চিমে আ: মজিদ মিয়ার মৎস্য খামারের একটি পুকুরে শুয়ে আছে অসুস্থ হাতিটি। লোকজন ঢিল, বাশ দিয়ে গুতা দিলে উঠে দাঁড়াতে চেষ্টা করলেও দু‘এক কদমের বেশি হাটতে পারছে না। এলাকাবাসী জানায়, গত দুই দিন থেকে হাতিটি এভাবে পড়ে আছে। তার দলের অন্যরাও দূরে চলে গেছে। তারা জানায়, সম্ভবত হাতিটি ডায়রিয়ায় আক্রান্ত। ২ দিন প্রায় নির্জিব পড়ে থাকার পর অবশেষে বিনা চিকিৎসায় বুধবার রাতে মারা যায়।

1

 

বালিজুরি রেঞ্জ অফিসার মাহবুবুল আলম হাতিটির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, পোস্ট মর্টেমের জন্য নমুনা সংগ্রহ করে উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

 

শ্রীবরদী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আঃ রউফ বলেন, হাতিটির ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend